1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

আবার একসঙ্গে…আ খ ম হাসান, শামীম জামান, মোশাররফ করিম

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৭ বার সংবাদ দেখেছেন

বিনোদন রিপোর্ট//মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান, অভিনয়ে স্ব স্ব মহিমায় উজ্জ্বল তারা। তাদের অভিনয় মানেই হাস্যরসে পরিপূর্ণ এক আবহ। এই তিন তুখোড় অভিনেতা যখন পর্দায় একসঙ্গে উপস্থিত হন, তখন ঘটে যায় ম্যাজিক!

তিনজন ভালো বন্ধুও বটে। তাদের কাজের যে প্রসেস, সেখানেও বেশ মিল রয়েছে। বিশেষকরে হাস্যরস তৈরিতে তাদের জুড়ি মেলা ভার। বেশ কিছু নাটকে একসঙ্গে কাজ করেছেন। বলাই বাহুল্য, দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে সেসব নাটক। এবার আরও একবার একসঙ্গে আসছেন এই তিন অভিনেতা।

শামীম জামানের নির্মাণে তারা তিনজন এর আগেও বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আরও একবার তার নির্মাণেই একসঙ্গে আসছেন পর্দায়।

‘শাদি মোবারক’ নামে এই ধারাবাহিকটি রচনা করছেন আহাম্মেদ শাহাবুদ্দিন। শুটিং শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। এবার পালা প্রচারের। জানা গেছে, ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে দেখা যাবে ধারাবাহিকটি।

এখানে এই তিন অভিনেতাকে দেখা যাবে তিন ভাইয়ের চরিত্রে। বড় ভাইয়ের বিয়ে না হওয়ায় আটকে থাকে মেজো ও ছোট ভাইয়ের বিয়ে। এ নিয়ে যত বিপত্তি আর হাসির কাণ্ড ঘটে নাটকে।

উল্লেখ্য, ‘শাদি মোবারক’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজ প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন