1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদ জানাতে আইন ভাঙার কারণে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালতে হাজিরা দেবেন চার ব্যক্তি। গত মাসে মধ্য ইংল্যান্ডের একটি সামরিক বিমান ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি বাহনের ক্ষতিসাধনের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা জানিয়েছে, ব্রিটেনের স্বার্থ বা নিরাপত্তা পরিপন্থি কাজে জ্ঞাতসারে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া এবং ফৌজদারি অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কযুক্ত অপরাধের প্রমাণ তারা আদালতে পেশ করবে।

গত ২০ জুন অক্সফোর্ডশায়ারের ব্রাইজ নরটন রয়্যাল এয়ার ফোর্স বেইজে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ব্রিটিশ মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন। তারা জানিয়েছে, ঘাঁটিতে ঢুকে দুটি বাহনে লাল রং ছিটিয়ে দেওয়া হয়। এগুলো পরিবহন ও জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে।

পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত চার ব্যক্তির কারণে ৯৫ লাখ মার্কিন ডলার আর্থিক ক্ষতিসাধন হয়েছে।

বুধবার আয়োজিত এক ভোটে ব্রিটিশ আইনপ্রণেতারা প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। সংগঠনটি একে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে আদালতে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিত প্যালেস্টাইন অ্যাকশনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের তালিকায় রয়েছে এলবিট সিস্টেমসের মতো ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের নাম।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন