1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন। গত সপ্তাহের বুধবারে রওনা হয়ে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রবিবার করাচিতে পৌঁছায়। সেখান থেকে সোমবার রাতে তারা দুবাই হয়ে মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

একটি কূটনৈতিক সূত্র জানান, সবাই সুস্থ অবস্থায় আছেন। বাংলাদেশিদের মধ্যে তিন জন রোগী ছিল এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে।

আরেকটি সূত্র জানায়, তেহরানে অবস্থার উন্নতি হচ্ছে এবং আশা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে বিমান যোগাযোগ শুরু হবে। এর ফলে ইরান থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের বিমানপথে ফেরত পাঠানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময়ে তেহরান আক্রান্ত হলে সেখান থেকে বাংলাদেশিদের সরে যেতে হয়। এদের মধ্যে যারা বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের সরকারি ব্যবস্থায় ফেরত আনার কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন