স্পোর্টস ডেস্ক//নতুন বছরের শুরুতে জয় পায়নি ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছেন পর্তুগিজ তারকা। ম্যাচও হারতে হয়েছে তার দলকে।
সৌদি প্রো লিগে জেদ্দায় রাতে আল আহলির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আল নাসর। এতে চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো রোনালদোর দল।
রোনালদো দলকে অন্তত এক পয়েন্ট এনে দিতে পারতেন। দল যখন ২-৩ গোলে পিছিয়ে, সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ হারান ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। গোলকিপারকে একা পেয়ে আল আহলির গোলকিপার আবদুল রহমান আল-সানবির হাতেই যেন বলটা তুলে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
এর আগে, লিগে টানা ১০ ম্যাচ জয়ের পর গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ড্র করে আল নাসর। সেই ড্রয়ের পর এবার হারই দেখলো জর্জে জেসুসের ক্লাব। আর এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় এখন রোনালদোর দলের। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা আল হিলাল পয়েন্ট ২৯। আজ দামাক এফসিকে হারাতে পারলেই আল নাসরকে টপকে শীর্ষে উঠে যাবে আল হিলাল।