1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

অবসরের পর কোচিং নয়, নিজের ক্লাব গড়ার স্বপ্ন মেসির

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//খেলোয়াড়ী জীবনটা হয়তো আর বেশি দিন স্থায়ী হবে না লিওনেল মেসির। তাহলে অবসরের পর কি কোচিং বেছে নেবেন কাতার বিশ্বকাপ জয়ী? বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টাইন তারকা সাফ জানিয়ে দিয়েছেন, কোচিং ক্যারিয়ারকে মোটেও বেছে নিচ্ছেন না। বরং অবসরের পর নিজ মালিকানায় একটি ক্লাব গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।

আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। কোচ হওয়ার ভাবনাটা ভালো লাগে, কিন্তু তার চেয়েও বেশি আগ্রহ ক্লাবের মালিক হওয়ার প্রতি। আমি চাই নিজের একটি ক্লাব থাকুক, নিচ থেকে শুরু করে ধীরে ধীরে সেটাকে বড় করতে। শিশুদের সুযোগ করে দিতে, যাতে তারা নিজেদের গড়ে তুলতে পারে এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারে। বেছে নিতে হলে, এটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।’

সম্প্রতি মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৮ মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। তাতে আরও কয়েক বছর মাঠে সক্রিয় থাকছেন তিনি। তবে নিজের মালিকানাতে ক্লাব গঠনের পরিকল্পনায় ইতোমধ্যে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা। দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে উরুগুয়ের চতুর্থ বিভাগে দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাব চালু করেছেন তারা। ক্লাবটির নাম রাখা হয়েছে লুইস সুয়ারেজ ও মেসির নামের আদ্যক্ষর থেকে। বর্তমানে ক্লাবটিতে ৮০ জন পেশাদার কর্মী কাজ করছেন এবং সদস্য সংখ্যা প্রায় ৩ হাজার। প্রথমে সুয়ারেজই এই প্রকল্প শুরু করেন, পরে মেসিকে এতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান।

এছাড়া তরুণ প্রতিভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সম্প্রতি ‘মেসি কাপ’ চালু করেছেন মেসি। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের আটটি একাডেমি দল মায়ামিতে অংশ নেয়। ডিসেম্বরে অনুষ্ঠিত মেসি কাপের প্রথম আসরের ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে রিভার প্লেট।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন