1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

এখন আইসিসির অপেক্ষায় বিসিবি

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম সোমবার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জবাব পাওয়ার পরই তারা পরবর্তী করণীয় ঠিক করবেন।

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নিতে আইসিসিকে এরই মধ্যে অনুরোধ করেছে বিসিবি। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের আগেই ছেড়ে দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা জানেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেট বোর্ডের সব পরিচালকের সঙ্গে আমরা দুটি বৈঠক করেছি। এই মুহূর্তে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো নিরাপদ বলে মনে করছি না।’

তিনি আরও বলেছেন, ‘তাই আমরা আইসিসিকে একটি চিঠি দিয়েছি এবং সেখানে আমাদের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরেছি। আমাদের কাছে নিরাপত্তা একটি বড় উদ্বেগের বিষয় বলে মনে হয়েছে এবং সেটিকেই অনুসরণ করছি। আমরা আইসিসিকে ই-মেইল করেছি এবং আশা করছি, খুব শিগগিরই তারা আমাদের সঙ্গে বৈঠকে বসার কথা জানাবে, যেখানে আমরা নিজেদের উদ্বেগের কথা তুলে ধরতে পারবো।’

পরবর্তী পদক্ষেপ কী হবে—সে বিষয়ে আইসিসির জবাবের ওপরই নির্ভর করবে বলে জানান বিসিবি সভাপতি, ‘আমরা জানি না, আইসিসি কী ধরনের প্রতিক্রিয়া জানাবে। তবে আমরা যে শর্তগুলো দিয়েছি, সেগুলো এমপিওর মধ্যেই রয়েছে। এটি আইসিসির আয়োজন, তাই আমরা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করছি না। আমরা যোগাযোগ করছি আইসিসির সঙ্গেই।’

এই ঘটনার পর ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে নির্ধারিত হোম সিরিজ খেলতে বাংলাদেশে আসতে নাও পারে ভারত। দুই দেশের সম্পর্ক খুব একটা ভালো নয়—এমন আলোচনাও চলছে। তবে এই বিষয়ে ভিন্নমত পোষণ করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘দেখুন, দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক, যেমন দ্বিপক্ষীয় সিরিজ খেলা বা বিশ্বকাপে খেলা—এক বিষয়, আর নিরাপত্তা উদ্বেগ আরেক বিষয়।এই মুহূর্তে আমরা শুধু বিশ্বকাপের বিষয়টি নিয়েই ভাবছি, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি।’

এরই মধ্যে, বিসিবি আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানোর একদিন পর বাংলাদেশে সব সম্প্রচারকারীকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে আমিনুল ইসলাম বলেছেন, এটি সরকারের সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন