স্পোর্টস ডেস্ক//ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) প্লে-অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। মঙ্গলবার আবুধাবিতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগের ম্যাচে গালফ জায়ান্টসকে ২১ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে তারা। ডেজার্ট ভাইপার্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে এমিরেটস।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। প্রথমে ব্যাটিং করতে নেমে এমিরেটসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করতে পারে গালফ জায়ান্টস। দলের পক্ষে ফজল হক ফারুকি ও রোমারিও শেফার্ড দুটি করে উইকেট নেন।
বল হাতে সাকিব আল হাসানকে এদিন খুব বেশি ব্যবহার করেননি অধিনায়ক। ইনিংসের প্রথম ৭ ওভারের মধ্যে নিজের দুই ওভারের কোটা শেষ করেন সাকিব। ২ ওভারে কোনও উইকেট না পেলেও বেশ কৃপণ বোলিং করেছেন তিনি। খরচ করেছেন মাত্র ১০ রান।
১৪২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে এমিরেটস। মাত্র ১.৪ ওভারে স্কোরবোর্ডে ২ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটার জনি বেয়ারস্টো (০) ও টম ব্যান্টনকে (০) হারিয়ে ধুঁকতে থাকে তারা।
তবে শুরুর সেই ধাক্কা সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নিকোলাস পুরান ও মোহাম্মদ ওয়াসিম। দুজনের ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এমআই এমিরেটস। পুরান ৪৯ বলে ৬৯ এবং ওয়াসিম ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। সাকিব আল হাসানকে অবশ্য এদিন আর ব্যাটিংয়ে নামতে হয়নি।