1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

শাহজালালে বোমা আতঙ্ক: র‍্যাব-সেনাবাহিনীর অভিযানে আটক ৩

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১ বার সংবাদ দেখেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট//হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে বোমা সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে র‍্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ দল। শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন, ইমন, তার স্ত্রী তাহমিনা ও মা রাশেদা বেগম।

একেএম শহিদুর রহমান বলেন, শুক্রবার (১১ জুলাই) বিকালে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে এক নারী কণ্ঠ জানায়, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা জাতীয় বস্তু থাকতে পারে। সে অনুযায়ী উড়োজাহাজটি থামিয়ে তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায়নি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ফোনকল ট্র্যাক করে নম্বরটির সূত্র ধরে দক্ষিণখান ও উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে ওই তিন জনকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়।

তিনি বলেন, বিনা কারণে এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা গুরুতর অপরাধ। আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন