1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

চীন সফরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১ বার সংবাদ দেখেছেন
চীন সফরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
চীন সফরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন বলেছে, মঙ্গলবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন তিনি।

ইসরাইল-ফিলিস্তিনি শান্তি আলোচনায় সহযোগিতা করতে দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন নিজের আগ্রহ প্রকাশ করেছে। সঙ্গে বেইজিং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব জোরদার করতে চাইছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মাধ্যমে এ খবর জানা যায়। চীনে মাহমুদ আব্বাসের এটি পঞ্চম সফর।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন আব্বাস। দুই নেতা ফিলিস্তিনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা যায়। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, ফিলিস্তিনের দীর্ঘদিনের নেতা চীনা জনগণের পুরোনো ও ভালো একজন বন্ধু।

গত সপ্তাহে এ কথা বলেন। চীন সবসময় ফিলিস্তিনি জনগণের প্রতি ও তাদের বৈধ জাতীয় অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছে। বেইজিং মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালিয়ে আসছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন