1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। সোমবার (২২ ডিসেম্বর) একটি টেলিভিশন টকশোতে এমনটাই জানিয়েছেন দেশটির সংসদ বিষয়কমন্ত্রী তারিক ফজল চৌধুরী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

মন্ত্রী বলেন, কারাগার কোনও রাজনৈতিক দলের সদর দফতর নয়। তার অভিযোগ, অতীতে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎগুলো কারাগারের বাইরে রাজনৈতিক বার্তায় রূপ নিচ্ছিল এবং সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন বয়ান ছড়ানো হচ্ছিল, যা বিদেশি গণমাধ্যমেও প্রচার পায়।

এদিকে পিটিআই নেতারা দাবি করেছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ বন্ধ রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পিটিআইয়ের ব্যারিস্টার আলী জাফর বলেন, সংবিধান অনুযায়ী দীর্ঘ একাকী বন্দিত্ব নির্যাতনের সমতুল্য। তার অভিযোগ, শান্তিপূর্ণভাবে কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করলে সরকার জলকামান ও বলপ্রয়োগ করছে।

গত সপ্তাহে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচিতে ইমরান খানের বোন, দলীয় নেতা ও সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, কারাগারে সাক্ষাৎগুলো ব্যবহার করে রাজধানীতে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছিল বলেই সেগুলো স্থগিত করা হয়েছে। তার দাবি, এসব বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি, বার্তা ও কৌশল নির্ধারণ করা হচ্ছিল।

ইমরান খানের কারাবন্দি অবস্থার বিষয়ে উদ্বেগ জানিয়েছে তার পরিবার ও দল। জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেছেন, ইমরান খানের আটক পরিস্থিতি অমানবিক বা মর্যাদাহানিকর আচরণের শামিল হতে পারে। তবে সরকার পক্ষ দাবি করেছে, কারাগারে তার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। তিনি দুর্নীতির একটি মামলায় দণ্ড ভোগ করছেন এবং ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভসংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে বিচারাধীন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন