1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

ক্ষমতা ছেড়ে দেওয়া ‘বুদ্ধিমানের কাজ’ হবে: মাদুরোকে সতর্কবার্তা ট্রাম্পের

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোই তার জন্য ‘বুদ্ধিমানের কাজ’ হবে। সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়তে পারে বলেও আভাস দেন তিনি। এ সময় তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান চাপ অভিযানের বিরুদ্ধে রাশিয়া ও চীন তীব্র আপত্তি জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের চাপ বাড়ানোর অভিযানের অংশ হিসেবে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ আমেরিকার এই দেশটির কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে জড়িত জাহাজের ওপর দুই ডজনেরও বেশি সামরিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় শতাধিক নিহত হয়েছে।

মাদুরোকে ক্ষমতা থেকে সরানোই কি লক্ষ্য—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আচ্ছা, আমার মনে হয় সম্ভবত তাই… তবে সে কী করবে, সেটা তার ওপর নির্ভর করছে। আমার মনে হয় তার জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে। তবে আবারও বলছি, আমরা দেখব কী হয়।’

তিনি আরও বলেন, ‘সে যদি শক্ত অবস্থান নিতে চায়, তাহলে সেটাই হবে তার শেষ শক্ত অবস্থান নেওয়া।’

সংবাদ সম্মেলনে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও আক্রমণ করেন, যার সঙ্গে চলতি বছরজুড়ে তাঁর বিরোধ চলেছে।

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনার ভূমিকার সমালোচনা প্রসঙ্গে পেত্রোর মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, ‘সে যুক্তরাষ্ট্রের বন্ধু নয়। সে খুব খারাপ। খুবই খারাপ লোক। তাকে সাবধান থাকতে হবে, কারণ তারা কোকেন তৈরি করে আর সেটা যুক্তরাষ্ট্রে পাঠায়।’

সামরিক হামলার পাশাপাশি ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলাগামী ও ভেনেজুয়েলা থেকে বের হওয়া সব তেলবাহী ট্যাংকারের ওপর অবরোধ আরোপ করা হবে। রবিবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার কাছাকাছি একটি তেলবাহী ট্যাংকার ধাওয়া করে। অভিযান সফল হলে এটি হবে এক সপ্তাহান্তে দ্বিতীয় এবং দুই সপ্তাহেরও কম সময়ে তৃতীয় জব্দের ঘটনা।

জব্দ করা তেলের কী হবে—এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা এটা বিক্রি করব, হয়তো রেখে দেব।’

তিনি যোগ করেন, এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত পূরণেও ব্যবহার করা হতে পারে।

ট্রাম্পের বক্তব্যের সরাসরি জবাব না দিলেও মাদুরো বলেন, প্রত্যেক নেতারই নিজের দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি যদি তার সঙ্গে আবার কথা বলি, তাহলে বলব—প্রতিটি দেশকে নিজের অভ্যন্তরীণ বিষয় নিজেকেই দেখতে হবে।’

এখানে তিনি গত মাসে দুই নেতার মধ্যে হওয়া প্রাথমিক ফোনালাপের কথা উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন