স্পোর্টস ডেস্ক//ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারও ৪ পয়েন্টে নিয়ে গেছে বার্সেলোনা। ১০ জনের ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে লিগে নিজেদের টানা অষ্টম জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। খেলার গতির বিপরীতে ১২ মিনিটে লিড নেয় বার্সা। পেনাল্টি বক্সের ভেতর রাফিনহাকে ফাউল করেন সান্তো কোমেসানা। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
টানা ছয় ম্যাচ জয়ী ভিয়ারিয়াল বড় ধাক্কা খায় ৩৯ মিনিটে। বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামালকে পেছন থেকে মারাত্মক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির সাবেক ফুটবলার রেনাতো ভেইগা। ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারে কাতালানরা।
ম্যাচের ৬৩ মিনিটে বার্সার জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন ইয়ামাল। বক্সের ভেতর জটলার সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় জালে বল পাঠান এই তরুণ ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার নবম গোল।
বিরতির পর ১০ জনের ভিয়ারিয়ালকে চেপে ধরে বার্সা। রাফিনহার একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান আর বাড়েনি। শেষ দিকে মিকাউতাদজে গোল করার চেষ্টা করলেও বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া তা রুখে দেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।