স্পোর্টস ডেস্ক //সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে ঘাম ঝরানো জয়ে লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনাকে চাপে রেখেছে রিয়াল মাদ্রিদ। গোল করার পাশাপাশি কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর এক পঞ্জিকা বর্ষের ৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে লিড নেয় রিয়াল। রদ্রিগোর ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন জুড বেলিংহ্যাম।
বিরতির পর সেভিয়ার প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় লাল কার্ড। বেলিংহ্যামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কো।
নিজের ২৭তম জন্মদিন উপলক্ষে দিনটি এমবাপ্পের জন্য ছিল বিশেষ কিছু। ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে ৫৯ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে একই কীর্তি গড়েছিলেন রোনালদো।
ম্যাচের শেষ দিকে বেলিংহ্যাম ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পেয়েছিল রিয়াল। এমবাপ্পের সামনে সুযোগ ছিল রোনালদোর রেকর্ড ভেঙে দেওয়ার। তবে ভিএআর রিভিউতে সেই পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের মাঠে নাটকীয় ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। তবে ৯ জনের স্পারদের বিপক্ষে এই জয়ের দিনে অলরেডদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গোলদাতা অ্যালেকজান্ডার ইসাকের চোট।
ম্যাচের ৫৬ মিনিটে বদলি হিসেবে নেমে লিভারপুলকে লিড এনে দেন ইসাক। গোল করার মুহূর্তেই তিনি চোট পান, যার ফলে মাঠ ছাড়তে বাধ্য হন এই স্ট্রাইকার। এরপর ৬৬ মিনিটে হুগো একিটিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল।
ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া টটেনহ্যামের পক্ষে বদলি খেলোয়াড় রিচার্লিসন একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অলরেডরা। অপর ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা সপ্তম জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিয়ে আর্সেনালের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
অবশ্য লিগের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ এখনো আছে আর্সেনালের। এভারটনের মাঠে জয় পেলেই বড়দিনেরআগে টেবিলের এক নম্বর স্থানটি ফিরে পাবে গানাররা।