1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

চলতি সপ্তাহেই আলোচনার দৃশ্যমান অগ্রগতিতে পৌঁছাবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১ বার সংবাদ দেখেছেন
বৈঠকে ড. আলী রীয়াজসহ অন্যরা

বাংলা রিপোর্ট//জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই আলোচনার দৃশমান অগ্রগতি হবে বলে আশাবাদী কমিশন। রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংলাপে গতি আনার তাগিদ দেন তিনি।

রবিবার (১৩ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশন দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চায় জানিয়ে আলী রীয়াজ বলেন, চলতি সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন একটি যৌক্তিক অগ্রগতির জায়গায় পৌঁছাক, এটা আমরা চাই। কারণ আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই একটি কাঠামোতে আসার বাধ্যবাধকতা রয়েছে। বড়জোর ৩১ জুলাই পর্যন্ত আমরা সময় নিতে পারি।

আজকের আলোচনার সূচিতে থাকছে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু। সেগুলো হলো– প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা জারি।

কমিশনের এই আলোচনা পর্বে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন