1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে। তবে নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না। নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন।

শনিবার (১২ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। মিটফোর্ডের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশ কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাই অসহিষ্ণু হয়ে গেছি। এটা শুধু সবার সহযোগিতাই কমিয়ে আনা সম্ভব। লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের কাজ হলো, তাদের আইনের হাতে সোপর্দ করা। দ্রুত বিচারের কাজ আদালতের।

সবার প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। কোনও ঘটনা ঘটলে সেটা যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তারাই আইনগত ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। তারা যখনই জানতে পারছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে হয়তো বা কিছু সময় লাগতে পারে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন