স্পোর্টস ডেস্ক//মেজর লিগ সকারেও অনন্য এক লিওনেল মেসির দেখা মিলছে। টানা পঞ্চম ম্যাচের মতো জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। তার জোড়ায় ভর করেই ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
চার দিন আগেই ইতিহাস গড়া হয়েছে ৮টি ব্যালন ডি’অর জয়ীর। মেজর লিগ সকারে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে করেছেন জোড়া ড়োল। পঞ্চম ম্যাচেও সেই ছন্দ টেনে নিয়ে গেলেন।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক গোলের সূচনা করেন ১৭ মিনিটে। তাও আবার দর্শনীয় এক ফ্রি কিকে। তাতে প্রথমার্ধে বেশ ভালোই আধিপত্য দেখায় মায়ামি। কিন্তু বিরতির চার মিনিটের মাথায় ন্যাশভিল আবার হ্যানি মুখতারের হেড করা গোলে সমতায় ফেরে। তাতেও অবশ্য সমস্যা হয়নি। ৬২ মিনিটে লিওনেল মেসি উদ্ধার করেন দলকে। সেজন্য ভুলটা ন্যাশভিল গোলকিপারেরই। উইলিস ভুল করে মেসির কাছে বল তুলে দিলে সেটা জালে পাঠাতে কোনও ভুল হয়নি আর্জেন্টাইন তারকার।
জোড়া গোলের কীর্তিতে ১৬ ম্যাচে মেসির গোল এখন ১৬। সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন তিনি।
এই জয়ে ইস্টান কর্নফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে মায়ামি। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। হাতে অবশ্য আছে এখনও ৩টি ম্যাচ।