বাংলা রিপোর্ট //চীনে এশিয়া কাপ হকির অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশের ছেলেরা পদকবিহীন থাকলেও ব্রোঞ্জ পেয়েছে মেয়েরা।
রবিবার মেয়েরা ৬-২ গোলে কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। আইরিন আক্তার রিয়া সর্বোচ্চ তিনটি গোল করেছেন।
শুরুতে কাজাখস্তান গোল করে এগিয়ে গেলেও পরবর্তীতে আর সুবিধা করতে পারেনি। বাংলাদেশ দাপট দেখিয়ে একের পর এক গোল আদায় করে নিয়েছে। ম্যাচও জিতেছে বড় ব্যবধানে।
অন্য দিকে, ছেলেরা ৫-২ গোলে মালয়েশিয়ার কাছে হেরেছে। তৃতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশ ২-২ গোলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এরপর অসহায় আত্মসমর্পণ করে। হেরে টুর্নামেন্টে চতুর্থ হয়েছে মওদুদুর রহমান শুভর দল।