1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন: সিইসি

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//নির্বাচন কমিশন (ইসি) সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এবার কোনও পাতানো নির্বাচন হবে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রাঙ্গণে প্রার্থীদের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে হয়রানিতে পড়ছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, নির্বাচন কমিশন হলো অ্যাফিলেট অথরিটি। রিটার্নিংর অফিসাররা যে সিদ্ধান্ত দেন, যদি বাতিল হয় তাও আমাদের কাছে আপিল করতে পারে। অথবা কারওটা যদি গ্রহণ করা হয়, কোনও ক্যানডিডেট যদি চায়, বা কোনও আর্থিক প্রতিষ্ঠান যদি বলে, কোনও সংক্ষুদ্ধ যদি থাকে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।

এএমএম নাসির উদ্দিন বলেন, আপিল শুনানির পর আইন ও বিধি অনুযায়ী যা হবে, আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত দেবো। আইন সবার জন্য সমান। সবাই তো মানতে বাধ্য।

সিইসি বলেন, আমরা অতীতে দেখেছি, নমিনেশন ফাইলের দিন অনেক ভায়োলেন্স হয়, অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয়। এবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, বোমা হয়েছে, ভায়োলেন্স হয়েছে এমন কোনও তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক।

এএমএম নাসির উদ্দিন বলেন, আপিল করতে যে আসছে সবাই এখানে, এটাও একটা বড় প্রমাণ যে মানুষ নির্বাচনের বিষয়ে আগ্রহী। তারা দূর-দূরান্ত থেকে আসছে, এটা আমরা পজিটিভলি দেখছি।

তিনি বলেন, অনেকে বলে, নির্বাচন কমিশন এটা করেছে, ওটা করেছে, বাতিল করে দিয়েছে। এটা রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, এই সিদ্ধান্ত তারা দিয়েছেন। আপিল যখন আমাদের কাছে বসবে তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। ন্যায়বিচার করার আমরা সর্বোত্তম চেষ্টা করবো, এবং ন্যায়বিচারই হবে।

আজ আপিল আবেদনের চতুর্থ দিন। ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন