1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

ভারী তুষারপাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট ব্যাহত

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ভারী তুষারপাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট ব্যাহত
যুক্তরাষ্ট্রে বড়দিনকে ঘিরে চলছে অবকাশকালীন ভ্রমণের ব্যস্ততম সময়। অথচ শীতকালীন তীব্র ঝড়ের আশঙ্কায় দেশজুড়ে হাজারো ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পর্যন্ত দেশজুড়ে প্রায় এক হাজার ৬০০টি ফ্লাইট বাতিল এবং সাত হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউ ইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, নিইয়ার্ক লিবার্টি এবং লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে। এ ছাড়া বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টোতেও ফ্লাইট ব্যাহত হয়েছে।

জেটব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে, আর ডেল্টা এয়ার লাইন্স বাতিল করেছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথওয়েস্ট এয়ারলাইন্স যথাক্রমে ১৮০টি ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ১০০টি নির্ধারিত ফ্লাইটও বাতিল করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিমানবন্দর যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

সবচেয়ে ভারী তুষারপাত হওয়ার আশঙ্কা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। চালকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং জরুরি সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছেন। তবে যাদের যাত্রা করতেই হবে, তাদের উদ্দেশে তিনি বলেন, আগে থেকে পরিকল্পনা করুন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখুন।

নিউ জার্সি ও কানেকটিকাটের গভর্নররাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।

এটি চলতি মৌসুমে নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় বড় তুষারপাত হতে যাচ্ছে। এর আগে ১৪ ডিসেম্বর শহরজুড়ে কয়েক ইঞ্চি তুষার জমেছিল।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস শুক্রবার যারা গাড়ি নিয়ে কাজে গিয়েছেন, তাদের ফেরার পথে গণপরিবহন ব্যবহার বিবেচনা করতে অনুরোধ করেছেন।

সড়কে জমে যাওয়ার তুষারের পরিমাণ দুই ইঞ্চি হলেই তা পরিষ্কার করতে স্নো-প্লাউ প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র: বিবিসি

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন