বাংলা রিপোর্ট//বিপিএলে আজ ম্যাচের দিনই ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই!
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ম্যাচ-পূর্ব অনুশীলন চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে দলের ওয়ার্ম-আপ সেশন তদারকি করছিলেন ৬৪ বছর বয়সী জাকি। এ সময় হঠাৎই তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে দলের পক্ষ থেকে জানানো হয় জাকির মৃত্যুর খবর!
ঢাকা ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।’
মাহবুব আলী জাকি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের কোচিং প্যানেলের সদস্য ছিলেন। বয়সভিত্তিক বিভিন্ন দলে দীর্ঘদিন কোচিং করানোর পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা ছিল তার।