বাংলা রিপোর্ট//পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সরকারের মূল লক্ষ্য-এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান টানাপোড়েন কমিয়ে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে কাজ করছেন।
তিনি জানান, সরকার ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না। বড় একটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই মঙ্গলজনক।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বা অর্থনৈতিক পরিস্থিতির কোনও অবনতি হবে বলে করি না।
তিনি জানান, বাংলাদেশের সরকার অত্যন্ত সচেতনভাবে ভারতের সঙ্গে বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা করছে। সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দীপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানান অর্থ উপদেষ্টা।