1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

এবার অধিনায়ক হয়ে ফুটসালে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাবিনা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//প্রথমবার হতে যাওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। তাতে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছে।

ফুটবলে ইংলিশ কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমাও ফুটসাল দলে জায়গা পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন পর ফুটবল থেকে দূরে থাকা মিশরাত জাহান মৌসুমী আছেন দলটিতে।

সুমাইয়া,মাসুরা এবং কৃষ্ণাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থসহ অধিনায়ক করা হয়েছে। মেয়েদের দলেরও দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি।

প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি হবে টুর্নামেন্ট। ছেলেদের মতো মেয়েদের আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে।

বাংলাদেশ ছাড়া অংশ নিতে যাওয়া ৭টি দেশ হল-ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা।

বাংলাদেশ ফুটসাল দল:

সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস, স্বপ্না আক্তার জিলি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন