বাংলা রিপোর্ট//গ্রুপ পর্বে অপরাজিত থেকে দাপটের সঙ্গে সেমিফাইনালে উঠলেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। পাকিস্তানের যুবাদের বিপক্ষে লড়াই করতে না পেরে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড়ো ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ২৬ দশমিক ৩ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন আট নম্বরে নামা সামিউন বাশির। এছাড়া আর কোনও ব্যাটার নিজেদের মেলে ধরতে পারেননি। পাকিস্তানের পেসার আবদুল সুবহান মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
১২২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো গতিতে ইনিংস শুরু করেন পাকিস্তানি ওপেনার সামির মিনহাস। তিনি ৫৭ বলে ৬৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন (২টি ছক্কা ও ৬টি চার)। তার দাপুটে ব্যাটিংয়ে মাত্র ১৬ দশমিক ৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। এই জয়ের মাধ্যমে চতুর্থবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল তারা।
দিনের অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। লঙ্কানদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতেই পেরিয়ে যায় আটবারের চ্যাম্পিয়নরা। ফলে আগামী রবিবার (২১ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।