বিনোদন ডেস্ক//শাহরুখ খান, এক দীর্ঘ প্রতীক্ষার পর তার হাতে উঠতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার! তিন দশক ধরে শাসন করে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিকে। কত কত অভিনেতা এলো-গেলো, কিন্তু ‘কিং খান’ তার এই খেতাবকে ঠিকই এখনও রেখেছেন জাগ্রত। কেউ এই মুকুট এখন পর্যন্ত কেড়ে নিতে পারেনি। অথচ অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৩৩ বছরের ক্যারিয়ারে অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান
‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান
শুক্রবার (১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
‘দিওয়ানা’ সিনেমার মধ্যে দিয়ে ১৯৯২ সালে অভিষেক হয় শাহরুখ খানের। তার ক্যারিয়ারে রয়েছে ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চাক দে ইন্ডিয়া’, মা’ই নেম ইজ খান’-এর মতো সিনেমা। ২০২৩ সালে মুক্তি পেয়েছে তার তিনটি সিনেমা-‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। তিনটি সিনেমাই ব্লকবাস্টার। প্রায় হারিয়ে যেতে যাওয়া শাহরুখ ফিরে এসেছিলেন রাজার মতো।
বর্তমানে এই অভিনেতা ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। বলা হচ্ছে, এটি হতে চলেছে তার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা। সিনেমায় অভিনয় করছেন তার মেয়ে সুহানাও। ২০২৬ সালে মুক্তি পাবে এটি।
‘টুয়েলভথ ফেল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসি
‘টুয়েলভথ ফেল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসি
অন্যদিকে বিক্রান্ত ম্যাসিও প্রথমব আরের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে তার ‘টুয়েলভথ ফেল’ সিনেমা পাচ্ছে সেরা সিনেমার পুরস্কার।
এছাড়া, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানী মুখার্জী
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানী মুখার্জী
দেখে নেওয়া যাক ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সেরা ফিচার ফিল্ম– টুয়েলভথ ফেল
সেরা অভিনেত্রী – রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা গায়িকা- শিল্পা রাও, ছালেয়া (জওয়ান)
সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর
সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ
সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট
সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)
সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
সেরা সংগীত পরিচালনা- ভাতি (তামিল)
সেরা আবহ সংগীত- অ্যানিমেল
সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
সেরা সম্পাদনা- পোক্কালাম
সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমেল
সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)
সূত্র: বলিউড হাঙ্গামা