স্পোর্টস ডেস্ক//টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা….
চতুর্থ ওভারে তানজিমের আঘাত
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৩.১ ওভারে ১৩/১ (নিসাঙ্কা ১১*, কুশল ০*; মাদুশকা ০)
শেষ ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। এবার লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। অবশ্য শেষ ম্যাচে টস ভাগ্য পাশে পায়নি তারা। পাল্লেকেলেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাটিতে দুটি (২০২১ ও ২০২৪) সিরিজ জয়ের ইতিহাস থাকলেও শ্রীলঙ্কার মাটিতে সেই সুযোগ হয়নি। আজ মঙ্গলবার সেই বিরল সুযোগ তাদের সামনে, জিতলেই মেহেদী হাসান মিরাজদের গড়া হবে নতুন কীর্তি।
একাদশে কারা
বাংলাদেশ একাদশে পরিবর্তন একটি। পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন পেসারতাসকিন আহমেদ। নাজমুল হোসেন শান্তকে নিয়ে সংশয় থাকলেও ফিটনেস টেস্ট উতরে গেছেন তিনি। শ্রীলঙ্কা অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো।