1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

আবারও মা হলেন ইলিয়ানা

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬৯ বার সংবাদ দেখেছেন

বিনোদন ডেস্ক//দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন ইলিয়ানা ডি’ ক্রুজ। তার কোলজুড়ে এসেছে একটি ছেলে সন্তান। খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোমাধ্যমে।

‘বরফি’ অভিনেত্রী ১৯ জুন ইনস্টাগ্রামে তার ছোট্ট সন্তানের একটি মিষ্টি ছবি দিয়ে খুশির খবরটি শেয়ার করেছেন। ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান।

ছবিতে একটি একরঙা পোস্টকার্ড রয়েছে যেখানে কিয়ানু রাফে ডোলান আরামে ঘুমাচ্ছেন, একটি তোয়ালে জড়িয়ে। তিনি একটি সুন্দর টুপিও পরেছেন। ছবির টেক্সট লেআউটে লেখা আছে, ‘কিয়ানু রাফে ডোলানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। জন্ম ১৯ জুন, ২০২৫।’ ইলিয়ানা পোস্টে স্বামী মাইকেল ডোলানকেও ট্যাগ করেছেন। তার সাইড নোটে লেখা, ‘আমাদের হৃদয় এত পূর্ণ।’

এমন দারুণ খবরে ইলিয়ানাকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরী!’ বিদ্যা বালান লিখেছেন, ‘অভিনন্দন এবং ঈশ্বর তোমাদের মঙ্গল করুণ।’

বলা প্রয়োজন, ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান ২০২৩ সালে বিয়ে করেন। একই বছরের এই অভিনেত্রী প্রথম গর্ভাবস্থার ঘোষণা দেন। ইলিয়ানা সেসময় ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শীঘ্রই আসছি। তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না, আমার ছোট্ট প্রিয়।’

২০২৩ সালের আগস্টে, ইলিয়ানা তার প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আনন্দের খবরটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের প্রিয় ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে আমরা কতটা খুশি তা কোনও শব্দেই ব্যাখ্যা করা যাবে না। হৃদয় পূর্ণতার সীমা ছাড়িয়ে গেছে।’
ইলিয়ানা ডি’ ক্রুজ ও মাইকেল ডোলান
ইলিয়ানা ডি’ ক্রুজ ও মাইকেল ডোলান
উল্লেখ্য, ইলিয়ানা ডি’ক্রুজকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে ‘দো অর দো পেয়ার’ ছবিতে। শীর্ষা গুহ ঠাকুরতা পরিচালিত এই রোমান্টিক কমেডি ছবিতে আরও অভিনয় করেছিলেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেন্ধিল রামমূর্তি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন