1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ ডিএনসিসির

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//ঢাকার পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ কমাতে বর্ষা মৌসুমে ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে তিন মাসব্যাপী বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ জুন) পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আমরা বর্ষায় ৩ থেকে ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছি।’

তিনি জানান, সড়ক বিভাজক, পার্ক, খেলার মাঠ, খালপাড়, কবরস্থান এবং নিম্ন আয়ের মানুষের বসবাসকারী এলাকাগুলোতে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হবে। রোপিত গাছগুলোর মধ্যে থাকবে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রজাতি।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শহরের ইকো-সিস্টেম একবার নষ্ট হলে তা পুনরুদ্ধার করা কঠিন। তাই বৃক্ষরোপণই যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ।’

ডিএনসিসির সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৭৭ হাজার গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

নগরবাসীর অংশগ্রহণে এ কর্মসূচিকে সফল করতে ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ চালু করেছে ডিএনসিসি।
একই দিনে বনানীতে ‘জিরো সয়েল’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়, যার লক্ষ্য নগরের উন্মুক্ত মাটি ঘাস ও গাছে ঢেকে ধুলা নিয়ন্ত্রণ করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন