1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার অক্ষত থাকার সম্ভাবনা রয়েছে: জাতিসংঘ

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করছে জাতিসংঘ। বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, হামলা শুরু হতেই ইউরেনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রসি বলেছিলেন, পারমাণবিক উপাদান ও সরঞ্জাম রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে সংঘাত শুরুর প্রথম দিনই অর্থাৎ ১৩ জুন একটি ইঙ্গিত পেয়েছিলেন তিনি।

ওই বক্তব্য উল্লেখ করে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে তাদের পদক্ষেপের বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে তাদের বক্তব্যের পরোক্ষ অর্থ থেকে আমরা কেবল ধারণা করতে পারি, তাদের ইউরেনিয়াম ভাণ্ডার টিকে আছে। অবশ্য, পুরো বিষয়টা নিশ্চিত ও যাচাইকরণে আমাদের সেখানে একবার যেতে হবে।

কথিত ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এবং সপ্তাহান্তে অকস্মাৎ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে তা বোঝা যায়নি।

গ্রসি আরও বলেছেন, ইরানে একটি প্রতিনিধি দল পাঠানো তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। তবে ইরানের পার্লামেন্ট বুধবার একটি প্রস্তাব অনুমোদন করেছে, যাতে আইএইএ’র পরিদর্শন কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে।

সংস্থাটি বলেছে, ইরান এখন পর্যন্ত ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশের কাছাকাছি।

পশ্চিমা দেশগুলো বলছে, এই মাত্রার সমৃদ্ধকরণ বেসামরিক প্রয়োজনে যুক্তিযুক্ত নয়, যদিও ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছা অস্বীকার করে বলছে, শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে তারা পারমাণবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন