1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

নির্বাচনি আচরণবিধির খসড়া চূড়ান্ত, আসছে নতুন নিয়ম-কানুন

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//নির্বাচনি আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধানে নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ব্যানার, ফেস্টুন, লিফলেট, হ্যান্ডবিল, বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো যাবে। প্রচারণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন সপ্তাহ।

বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল মো. সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

আবুল মো. সানাউল্লাহ জানান, গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিও’র ৯১(ঙ) ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধান এবার আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের ব্যবহারকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়। পরিবেশবান্ধব প্রচারসামগ্রী ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রচারে শব্দের মাত্রা ৬০ ডেসিবলের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং টিশার্ট, জ্যাকেট ইত্যাদি ব্যবহারের বিষয়ে আগের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়।

তিনি জানান, সরকারি সার্কিট হাউস, ডাকবাংলো, রেস্ট হাউস ইত্যাদি ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি সুবিধাভোগী ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে উপদেষ্টামণ্ডলীর সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে কেউ প্রার্থী হলে তাকে মনোনয়নপত্র দাখিলের আগেই পদত্যাগ করতে হবে, যাতে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত হয়।

তিনি আরও জানান, এছাড়াও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সংজ্ঞায়িত করা হয়েছে এবং বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থী ও রাজনৈতিক দলকে হলফনামা দিতে হবে যে তারা আচরণবিধি মেনে চলবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটি কমন প্ল্যাটফর্ম থেকে একযোগে ইশতেহার পাঠের সুযোগ রাখার বিধানও রাখা হয়েছে। সংলাপে অংশগ্রহণের বিষয়টি কমিশনের অনুমোদন পেয়েছে।

বিধিমালা লঙ্ঘনের শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ড বহাল রাখা হয়েছে জানিয়ে আবুল মো. সানাউল্লাহ বলেন, তবে জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে।

কমিশনার জানান, পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকলেও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট, হ্যান্ডবিল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে। ব্যানারে কেবল প্রার্থীর ছবি ব্যবহার করা যাবে, অন্য কারও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। সাদা-কালো রঙের বিধানও বহাল থাকবে।

তিনি বলেন, খসড়াটি কমিশন অনুমোদন দিলেও এটি এখনও চূড়ান্ত নয়। আরপিও সংশোধনের ওপর নির্ভর করে এই আচরণবিধি পরিবর্তন হতে পারে। স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে এতে নতুন বিষয় সংযোজন বা সংশোধনও করা যেতে পারে। এ জন্য খসড়াটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে নীতিগত অনুমোদন হিসেবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন