1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে আরও ৬ জন করোনায় আক্রান্ত

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১ বার সংবাদ দেখেছেন

প্রতিবাদ নারীপক্ষের
বাংলা রিপোর্ট//চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৭১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে তিনটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ছয় জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জনের পরীক্ষায় ১, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৬ জনের পরীক্ষায় ৩, এপিক হেলথ কেয়ারে ২৫ জনের পরীক্ষায় ২ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে।

এ ছাড়াও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৮, ন্যাশনাল হাসপাতালে ৬ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জনের পরীক্ষা হলেও কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

আক্রান্ত ৬ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সাত জন জেলার বাসিন্দা। শিশু ১, নারী ৩৩ ও পুরুষ ২৬ জন রয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে ৬টি হাসপাতালে ৭১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে তিনটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন