1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

আজও শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট// বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দুটি পোশাক কারখানার হাজারের বেশি শ্রমিক। আন্দোলনকারীরা গাজীপুরের সিজন্স ড্রেসেস লিমিটেড ও তারাটেক্স ফ্যাসনে কর্মরত রয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল থেকেই বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে তারাটেক্স ফ্যাসনের কর্মীরা শ্রম ভবনের সমানে আসেন। আর রবিবার (১৫ জুন) থেকে সেখানে অবস্থান নিয়েছেন সিজন্স ড্রেসেসের কর্মীরা।


শ্রম ভবনের সমানে শ্রমিকদের আবস্থান কর্মসূচি

সোমবার দুপুর ১২টায় তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিজন্স ড্রেসের ১ হাজার ২০০ শ্রমিক দুই মাস ধরে বেতন পাননি। আরেক মাসও শেষ পর্যায়ে। গত দুটি ঈদের বোনাসও বকেয়া।

অপরদিকে পাশাপাশি এলাকায় অবস্থিত আরেক কারখানা তারাটেক্স ফ্যাসনের ১ হাজার ২০০ শ্রমিকও দুই মাসের বেতন এবং একটি ঈদ বোনাসের টাকা পাননি।

দুই প্রতিষ্ঠানেরই বকেয়া বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে মালিকপক্ষ কোনও ধরনের আশ্বাসও দেয়নি।

ঈদের আগেও ওই শ্রমিকরা আন্দোলনে ছিলেন। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঈদের পর বিষয়টি সমাধান করা হবে। সে পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন থেকে সরে গিয়েছিলেন। এর মধ্যে তাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি সরকার বা মালিকপক্ষ।

সিজন্স ড্রেসেসের কর্মী হাসিব বলেন, ঈদের আগেই আমরা আন্দোলনে নেমেছিলাম। তখন মালিকপক্ষ বলেছিল, ঈদের পরের সপ্তাহে বকেয়া পরিশোধ করা হবে। অথচ এ বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

তারাটেক্স ফ্যাসনের শ্রমিক নেতা আদিবুল ইসলাম বলেন, বেতন না পেলেও এতদিন আমরা কাজ করেছি। কিন্তু এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে আবারও রাজপথে নেমেছি।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে থেকে সরবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন