আন্তর্জাতিক ডেস্ক//সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অভিযানে শুক্রবার (২ জানুয়ারি) সৌদি সীমান্ত সংলগ্ন হাদরামাউতে গুরুত্বপূর্ণ আল-খাশাহ শিবির পুনর্দখল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এসটিসি কর্মকর্তা আমর আল বিদ বলেছেন, সৌদি আরব সচেতনভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই একটি শান্তিপূর্ণ অভিযান ঘোষণা করেছে। কিন্তু তারা কখনোই শান্তিপূর্ণ রাখার ইচ্ছা পোষণ করেনি। এর প্রমাণ হলো, কয়েক মিনিটের মধ্যেই তারা সাতটি বিমান হামলা চালায়।
গভর্নর সালেম আল-খুনবাশি হোমল্যান্ড শিল্ড বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছেন এবং সামরিক স্থাপনাগুলোতে শৃঙ্খলা পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করছেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এসটিসি বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে, কারণ ইয়েমেন সরকারের অস্ত্রবোঝাই গাড়ি ডিসেম্বর মাসে তাদের দখলে নেওয়া শিবিরের দিকে অগ্রসর হয়েছে।
ইয়েমেন টিভিতে এক ভিডিওবার্তায় গভর্নর বলেন, এটি যুদ্ধ ঘোষণা নয়, বরং এই অভিযানের লক্ষ্য হলো নিরাপত্তা হুমকির মুখে থাকা ইয়েমেনি শিবিরগুলো ও হাদরামাউতকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করা।
অন্যদিকে এসটিসি’র মোহাম্মদ আল-নাকীব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদি সৌদি প্রতিনিধিদলকে ইয়েমেনে অবতরণ করতে দেননি। এসটিসি রিয়াদকে বিমান অবরোধের জন্য পাল্টা অভিযুক্ত করেছে।
উভয়পক্ষের এই কাদা ছোড়াছুড়ির মধ্যে ইয়েমেনের এডেন বিমানবন্দরের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ছিল ।
ডিসেম্বর থেকে ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর মাঝে তেলের কোটা ও এর উপর প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বই বর্তমান উত্তেজনার মূল উৎস। আমিরাত দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি-কে সমর্থন করছে। এই গোষ্ঠী গত মাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার থেকে দক্ষিণ ইয়েমেনের কিছু অংশ দখল করেছে। এই সরকারের সমর্থক সৌদি আরব এই পদক্ষেপকে হুমকি হিসেবে দেখছে। এসটিসি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। আমিরাতের সেনাদের ইয়েমেন ছাড়তে আলটিমেটাম দিয়েছে। ইয়েমেন সরকার আমিরাতের সঙ্গে নিরাপত্তা চুক্তি বাতিল করেছে। এসব ঘটনায় দু’দেশের মধ্যে দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।