1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

গুণগত মান বজায় রেখে তথ্য কমপ্লেক্সের কাজ শেষের তাগিদ সচিবের

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//গুণগত মান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এই কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে।

পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণকাজে সর্বোচ্চ মানসম্পন্ন উপকরণ ব্যবহারের নির্দেশ দেন। তিনি বলেন, “রাষ্ট্রের পক্ষে বারবার এই ধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই প্রতিটি অর্থের যথাযথ, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে।” সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভবন নির্মাণে ‘সিসমিক ডিজাইন’ (Seismic Design) যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আধুনিক তথ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি তথ্য সচিব টিলাগড়ে অবস্থিত বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন এবং ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতিও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তথ্য সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ ও মাহফুজা আখতার এবং প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন