আন্তর্জাতিক ডেস্ক//জার্মানির পশ্চিমাঞ্চলের একটি ব্যাংকের ভল্ট বড় ড্রিল মেশিন দিয়ে কেটে প্রায় ৩ কোটি ইউরো (সাড়ে ৩ কোটি ডলার) মূল্যের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেছে একদল ডাকাত। পুলিশ এই দুঃসাহসিক ডাকাতিকে হলিউডের বিখ্যাত সিনেমা ‘ওশেনস ইলেভেন’-এর সঙ্গে তুলনা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জার্মানির জেলসেনকির্খেন শহরের স্পার্কাস সেভিংস ব্যাংকের একটি শাখায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ডাকাতরা ব্যাংকের ৩ হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে স্বর্ণ, গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে পুলিশের এক মুখপাত্র বলেন, এই ডাকাতি ছিল অত্যন্ত পেশাদারভাবে সম্পন্ন একটি কাজ।
পুলিশ জানায়, ডাকাতরা ডাকাতির জন্য বড়দিনের শান্ত সময় বেছে নিয়েছিল। শহরের বুয়ের ডিস্ট্রিক্টের নিনহফস্ট্রাসে এলাকায় অবস্থিত ওই ব্যাংক ভবনে সোমবার ভোরে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচের ভল্ট রুমে একটি বড় গর্ত দেখতে পায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাতরা ব্যাংকের পাশের একটি পার্কিং গ্যারেজ ব্যবহার করে ভেতরে প্রবেশ করেছিল এবং সেখান দিয়েই পালিয়ে যায়। গত শনিবার রাত থেকে রবিবারের মধ্যে গ্যারেজের সিঁড়িতে কয়েকজন ব্যক্তিকে বড় ব্যাগ নিয়ে যাতায়াত করতে দেখা গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজে সোমবার ভোরে একটি কালো রঙের অডি আরএস ৬ গাড়ি গ্যারেজ থেকে দ্রুত গতিতে বের হতে দেখা গেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৯৫ শতাংশ গ্রাহকের সেফ ডিপোজিট বক্স ডাকাতরা ভেঙে ফেলেছে। ফলে গ্রাহকদের মালামাল খোয়া যাওয়ার শঙ্কা খুব বেশি। স্পার্কাস ব্যাংক ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য একটি হটলাইন চালু করেছে।
মঙ্গলবার সকালে ব্যাংকের সামনে বিপুল সংখ্যক গ্রাহক তথ্যের দাবিতে ভিড় করলে পুলিশ ওই শাখার প্রবেশদ্বার ঘিরে ফেলে। এদিন ব্যাংকটি বন্ধ রাখা হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি কম্পার্টমেন্ট বা বক্সের জন্য ১০ হাজার ৩০০ ইউরো পর্যন্ত বিমা করা আছে। গ্রাহকদের তাদের ব্যক্তিগত হোম ইন্স্যুরেন্সের মাধ্যমে অতিরিক্ত কভারেজ আছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।