1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রীকে ডেথ সেলে রাখার অভিযোগ জানুয়ারিতে পাকিস্তান আসতে চান ইমরান খানের ছেলেরা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলেরা জানুয়ারিতে পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন। ইমরান খানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিনি এবং তার ভাই সুলেমান এরইমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন। তিনি আরও জানিয়েছেন, তাদের পিতা ‘ডেথ সেলে’ বন্দি রয়েছেন। স্কাই নিউজের সাংবাদিক ইয়ালদা হাকিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কাসিম খান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে লন্ডনে বসবাসকারী কাসিম ও সুলেমানকে প্রশ্ন করা হয়, তারা পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, যাতে তাদের পিতার সাথে দেখা করার অনুমতি পাওয়া যায়।

হাকিম আরও উল্লেখ করেছেন যে, এর আগে তাদেরকে পাকিস্তান সফরে সতর্ক করা হয়েছিল। যদিও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন যে, তাদের স্বাগতম এবং তারা ইমরান খানকে দেখতে পারবেন।

জবাবে কাসিম বলেন, “আমরা এখন পরিকল্পনা করছি, কারণ তারা খোলাখুলিভাবে বলেছে। তাই-যদি তারা তাদের কথার বিরুদ্ধে না যায়— আমরা আশা করি জানুয়ারিতে যাত্রা করব। আমরা ভিসার জন্য আবেদন করেছি। অবশ্য এখনও এটি পাওয়া যায়নি। আমরা আশা করছি এটি আসবে। তাই আমরা জানুয়ারিতে সফরের পরিকল্পনা করছি।”

পাকিস্তানের শাসকদের সঙ্গে ইমরানের মুক্তির জন্য চুক্তির প্রতি ইঙ্গিত করে হাকিম তাদের প্রশ্ন করেছিলেন যে, তারা ইমরানের সঙ্গে সাক্ষাৎ করলে তাকে কি বলবেন এবং তাকে চুক্তি করার কথা বিবেচনা করতে বলবেন কি না।

কাসিম ব্যাখ্যা করেন, “আপনাকে বুঝতে হবে এটি তার জীবন। এটি সত্যিই তার আবেগ এবং লক্ষ্য। পাকিস্তান থেকে দুর্নীতি দূর করতে সাহায্য করাকে তিনি তার জীবনের উদ্দেশ্য বলেন।”

“এবং তাই যদি তিনি শুধু একটি চুক্তি গ্রহণ করে আমাদের কাছে আসতেন এবং ইংল্যান্ডে থাকতেন, আমি জানি যে তার মধ্যে একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা এবং ব্যথা থাকত যে তিনি তার দেশকে মরে যেতে দিয়েছেন। এবং তিনি সত্যিই হতাশ হতেন। আমি জানি তিনি হতাশ হতেন।”

তিনি আরও বলেন, “এটি তার লক্ষ্য এবং যতটা আমরা চাই আমাদের পিতাকে আমাদের ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ দেখাতে, তার একটি উদ্দেশ্য আছে যা অনেক বড়। তাই, আপনাকে কেবল এটি সম্মান করতে হবে।”

হাকিম তাদের আরও জিজ্ঞাসা করেছিলেন, পাকিস্তান সরকার ও জনগণের প্রতি তাদের বার্তা কী হবে।

সুলেমান বলেন, “আমি বলব বিশ্বাস রাখুন এবং প্রতিবাদ করতেই থাকুন। যদিও সরকার এবং প্রতিষ্ঠান যতটা সম্ভব তাদের নীরব করার চেষ্টা করছে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন যদি পারেন।”

ইমরান খানের বোনরা আদিয়ালা জেলের বাইরে অবস্থান ধর্মঘট পালন করেছিলেন। কারণ ভাইয়ের সঙ্গে তারা সাক্ষাৎ করতে পারছিলেন না। তবে সেখানে ‘রাসায়নিক-মিশ্রিত’ পানি ব্যবহারের অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী শহবাজ শরীফের মুখপাত্র মশাররফ জৈদীও হাকিমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইমরান প্রায় ৮৬০ দিন থেকে কারাবন্দি। এতোদিনে ইমরান খানের সঙ্গে ঠিক কতবার তার আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে। এমন প্রশ্নের জবাবে জৈদী বলেন, ইমরানের বোনদের সঙ্গে ১৩৭টি-এর মধ্যে ৪৫টি আলিমা, ৪৫টি উজমা এবং ৪৩টি নরিনের সঙ্গে হয়েছে। এমনকি ইমরান তার আইনজীবীদের সঙ্গেও মোট ৪৫১ বার সাক্ষাৎ করেছেন। তবে মাঝখানে সাক্ষাৎ বন্ধ ছিল বলে জানান তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, সাক্ষাৎ বন্ধ করা হয়েছিল। কারণ প্রতিটি ক্ষেত্রে, নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছিল। প্রতিটি সাক্ষাৎ রাজনৈতিক সাক্ষাৎ হয়ে যেত।

জৈদী আরও বলেন, ২৬৫ জেল বিধিমালা অনুযায়ী, সাক্ষাৎকারগুলোতে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা অনুমোদিত হবে না।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন