1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

পোস্টাল ব্যালটে ভোট দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসএমএস পাঠানোর নির্দেশ ইসির

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাজে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করার জন্য তাগিদ দিয়ে এসএমএস পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও ওসিভি-এসডিআই-এর প্রকল্প পরিচালক কে এম আলী নেওয়াজের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের সচিবকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-এ দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা বা কর্মচারী ও সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীরা (আইবাস++ সিস্টেম এর মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারীরা) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শেষ করে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শেষের জন্য এসএমএস (এসএমএস) সব সামরিক ও বেসামরিক কর্মকর্তা বা কর্মচারীর (আইবাস++ সিস্টেমের মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারীরা) কাছে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে এসএমএস পাঠানো হবে সেটাতে থাকবে

‘‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সব সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে (সামরিক ও বেসামরিক) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’’

ইসি জানায়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন