1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

ভারতে বিশ্বকাপে সাফল্য পাওয়া আমিরুলরা পাচ্ছেন ৬০ লাখ টাকা বোনাস

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//ভারতের চেন্নাই ও মাদুরাইতে অনূর্ধ্ব ২১ বিশ্বকাপের চ্যালেঞ্জার কাপে অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ ট্রফি জিতেছে। হকির এমন সাফল্যে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটির শাহিন দ্বীপে বিশ্বকাপ থেকে আসা যুব দলের পাশাপাশি অনূর্ধ-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ক্রেস্ট প্রদানের পাশাপাশি উভয় দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল(অব.) রিয়াজুল হাসান আর্থিক পুরস্কার প্রসঙ্গে বলেছেন, আমাদের সভাপতি মহোদয় বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা দলকে ফেডারেশন থেকে ৪০ লাখ এবং তিনি ব্যক্তিগতভাবে আরও ২০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ব্রোঞ্জজয়ী নারী দলকেও সভাপতি ১০ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করবেন।

বিশ্বকাপে বাংলাদেশের এই চমক জাগানিয়া পারফরম্যান্সের পেছনে বড় অবদান ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যানের। তার সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ। আইকম্যান নিয়ে ফেডারেশনের অবস্থান সম্পর্কে সাধারণ সম্পাদক বলেছেন, তিনি বেশ ভালো মানের কোচ। তবে তাকে রাখতে হলে প্রতি মাসে কয়েক হাজার ইউরো প্রয়োজন। সরকার থেকে আমরা এই অর্থ সংস্থান পেলে অবশ্যই তাকে রাখার চেষ্টা করব। অর্থ না পেলে তো তাকে নতুন করে প্রস্তাব দিতে বা আলোচনা করতে পারি না।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন