1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার সৈকতে বন্দুক হামলা, নিহত ১০

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//অস্ট্রেলিয়ার সৈকতে বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্র সৈকতে অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ সংঘটিত ওই হামলায় আরও ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজকে পুলিশ বলেছে, সন্ধ্যায় বন্ডি সমুদ্র সৈকতে গোলাগুলির ঘটনায় এক হামলাকারীসহ ১০ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছানো একাধিক পুলিশ সদস্য এবং আরেক হামলাকারীও রয়েছেন। ওই হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হামলার ঘটনাকে ‘মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন।

এবিসি নিউজে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একাধিক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দেশটির সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। চারদিকে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমুদ্রসৈকতগুলোর একটি বন্ডি। সাধারণত এখানে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে। বিশেষ করে গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে এই সৈকতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

সূত্র: রয়টার্স, এবিসি নিউজ

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন