1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

বিপিএলকে এগিয়ে নিতে উন্মুক্ত আলোচনায় তামিম-মুশফিকরা

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//দীর্ঘদিন ধরে মাঠে গড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখনও আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশের মতো প্রভাব ফেলতে পারেনি। টুর্নামেন্টের মান, পরিকল্পনা ও আয়োজন নিয়ে নিয়মিত সমালোচনা হয়। তবে এই লিগকে সত্যিকারের বিশ্বমানের করতে কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি। এই লক্ষ্যেই বিপিএল গভর্নিং কাউন্সিল আজ সোমবার আয়োজন করেছিল একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত আলোচনা পর্ব, যার শিরোনাম ছিল ‘বিপিএল প্লেয়ার্স মাইক’। এই আয়োজনে দেশের অভিজ্ঞ ক্রিকেটাররা সরাসরি যুক্ত হয়ে বিপিএল নিয়ে গঠনমূলক খোলামেলা আলোচনা করেছেন।

উন্মুক্ত এই আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ভিডিও কলে অংশ নেন নাজমুল হোসেন শান্তও।

ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিপিএল গভর্নিং কাউন্সিরে চেয়ারম্যান মাহবুবুল আনাম, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমসহ বোর্ডের অন্য পরিচালকরা।

উন্মুক্ত এই আলোচনায় ক্রিকেটাররা তাদের মাঠের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের আলোচনায় উঠে আসে কীভাবে বিপিএলকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নেওয়া যায়। কীভাবে লিগকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করা যায়-সেই ব্যাপারে পরামর্শ দেন ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন