1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলি হামলা, ১৫ যুদ্ধবিমান ধ্বংস

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইরানের বিমানবন্দরে ইসরায়েলি হামলা। যুদ্ধবিমান বিধ্বস্ত। ছবি: জেরুজালেম পোস্ট।
ইরানের বিমানবন্দরে ইসরায়েলি হামলা। যুদ্ধবিমান বিধ্বস্ত। ছবি: জেরুজালেম পোস্ট।

ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (২৩ জুন) সকালে আইডিএফ ঘোষণা করেছে যে, ইরানের আকাশসীমার ওপর আধিপত্য আরও দৃঢ় করতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসনব্যবস্থার মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমানবাহিনীর ১৫টিরও বেশি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ অঞ্চলে ভূমি-থেকে-ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণস্থলগুলোতে হামলা চালিয়েছে।

আইডিএফ জানায়, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণস্থলগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিশানা করে স্থাপন করা হয়েছিল।

এছাড়া সোমবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ এলাকায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। ইরানি এক মা এবং তাঁর ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে বলে ইরানের প্রেস টিভি ও ফার্স সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে আল–জাজিরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন