1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১২২ বার সংবাদ দেখেছেন

ডেস্ক//জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়।

 

এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

 

এর আগে ভোর সাড়ে ৫টার পর থেকেই মসজিদে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষজন। ঈদের আনন্দ নিয়ে অভিভাবকদের সাথে ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোর এবং তরুণদেরও নামাজে নেওয়ার জন্য মসজিদে আসতে দেখা গেছে

 

ঈদুল আজহায় নামাজের পর মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি দিচ্ছেন।

 

আবার নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাচ্ছেন কবরস্থানে। চির বিদায় নেওয়া স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন।

 

এদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরোপ করা হয়েছে ব্যাপক কড়াকড়ি। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ সবগুলো প্রবেশ পথেই পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের অবস্থান দেখা গেছে। জায়নামাজ ছাড়া কোনো ধরনের ব্যাগ বা অন্যকিছু নিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন না কেউই।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন