1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

‘আমার মনে হয় না ২০২৬ বিশ্বকাপ খেলতে পারব’

বাংলার মুখ বিডি ২৪ ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮৫ বার সংবাদ দেখেছেন
‘আমার মনে হয় না ২০২৬ বিশ্বকাপ খেলতে পারব’
‘আমার মনে হয় না ২০২৬ বিশ্বকাপ খেলতে পারব’

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি আগামী বিশ্বকাপে খেলবেন না। এখন তার বয়স চলে ৩৬ বছর। পরের বিশ্বকাপে তার বয়স দাঁড়াবে ৩৯ বছর। তখন তার জন্য খেলা মুশকিল হয়ে যাবে।

সবশেষ কাতার বিশ্বকাপ জিতিয়ে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। ফাইনালের আগে তিনি বলেছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ায় ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন যে, ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে আর্জেন্টাইন জাদুকরকে।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চীন সফরে এসে মেসি জানালেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই তার।

সম্প্রতি মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানালেও এর সঙ্গে ২০২৬ বিশ্বকাপে খেলার কোনো যোগসূত্র নেই বলে আভাস দিলেন মেসি, ‘আমার মনে হয় না যে, ২০২৬ বিশ্বকাপে খেলা হবে। গত আসরই ছিল আমার শেষ বিশ্বকাপ। আমি দেখব, পরিস্থিতি কোন দিকে যায়। তবে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে পরের বিশ্বকাপে না খেলা।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন