1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//স্পেনের দক্ষিণাঞ্চলে রবিবার একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১০০ জন বলে স্পেনের পুলিশ জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলিভিশন এস্পানোলা জানিয়েছে, দুটি ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ছিল। মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির চালকও নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোট প্রায় ১০০ জন আহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

এক সংবাদ সম্মেলনে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তিনি বলেছেন, সোজা ট্র্যাকে এমনভাবে ট্রেন লাইনচ্যুত হওয়া সত্যিই অস্বাভাবিক। তিনি আরও উল্লেখ করেছেন, চলতি বছরের মে মাসে ওই ট্র্যাকের অংশটি নতুন করে সংস্কার করা হয়েছিল।

রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদমুজ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী আইরিও ৬১৮৯ নম্বর ট্রেনটি আদামুজ এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে। এতে মাদ্রিদ–হুয়েলভা রুটের আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেটিও লাইনচ্যুত হয়। তারা আরও জানিয়েছে, উদ্ধারকাজ এখনও চলছে এবং সংস্থাটির প্রেসিডেন্ট ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

দুর্ঘটনার পর আদিফ মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন