আন্তর্জাতিক ডেস্ক//যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস ফর গাজা’-তে যোগ দিতে পাকিস্তান ও ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। বোর্ডটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তর্জাতিক সংস্থায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবরটি জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে গাজা শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। তিনি আরও বলেছেন, ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তবে অংশগ্রহণের সময় বা সুযোগ সম্পর্কে কোনও বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে, ভারতে নিযুক্ত মার্কিন দূত সেরজিও গোর জানিয়েছেন, ট্রাম্প মোদিকে গাজা শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই বোর্ড গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং কার্যকর শাসনের মাধ্যমে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনার ক্ষেত্রে সহায়ক হবে। তবে নতুন দিল্লি এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, গাজার যুদ্ধ শেষ করা ও ছিটমহল পুনর্নির্মাণে সহায়তার জন্য একটি শান্তি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি কৌশলগত তত্ত্বাবধান, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং গাজা সংঘাতকে শান্তি ও উন্নয়নে রূপান্তর করতে কাজ করবে।
উল্লেখ্য, ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানসহ অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদেরও বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।