আন্তর্জাতিক ডেস্ক//কলম্বিয়ার মধ্যাঞ্চলের একটি জঙ্গল এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে সংঘর্ষে বামপন্থী গেরিলা গোষ্ঠীর অন্তত ২৭ জন সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) দেশটির সামরিক কর্তৃপক্ষ এমনটাই দাবি জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামরিক সূত্র জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে সহিংস সংঘর্ষ। রাজধানী বোগোতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে গুয়াভিয়ারে বিভাগের এল রেতোরনো এলাকার গ্রামীণ অঞ্চলে এ ঘটনা ঘটে। কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত।
সামরিক সূত্র আরও জানিয়েছে, সংঘর্ষটি কলম্বিয়ার বামপন্থী গেরিলা সংগঠন ফার্কের দুটি বিভক্ত অংশের মধ্যে হয়েছে। একটি অংশের নেতৃত্বে ছিলেন ইভান মর্ডিস্কো এবং অন্যটির নেতৃত্বে ছিলেন ক্যালারকা কর্ডোবা। তারা আগে একই সংগঠনের সদস্য থাকলেও ২০২৪ সালের এপ্রিলে অভ্যন্তরীণ বিরোধের কারণে আলাদা হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৭ জনই ইভান মর্ডিস্কোর গ্রুপের সদস্য ছিলেন।
উল্লেখ্য, কলম্বিয়ায় ছয় দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মাদক পাচার ও অবৈধ খনির অর্থে চলা এই সংঘাতের অবসানে প্রেসিডেন্ট পেত্রোর শান্তি উদ্যোগ বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে।