1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

অতীতে নির্বাচনের মাধ্যমে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//আওয়ামী শাসনামলে হওয়া তিনটি নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “দেশের টাকা খরচ করে, মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকে শাস্তি দেওয়া হয়েছে। দেশের মানুষ অসহায়ের মতো তাকিয়ে ছিল, কিছু করতে পারেনি। দেশের জনগণ যেন কিছুটা হলেও স্বস্তি পায় সেজন্য যারা জড়িত ছিল তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসতে হবে। কারা করলো, কীভাবে করলো সেটা জানতে হবে।”

সোমবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এর আগে আওয়ামী আমলে হওয়া তিন নির্বাচন নিয়ে হওয়া তদন্ত কমিশন নিজেদের প্রতিবেদন ড. ইউনূসের কাছে জমা দেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কমিশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন কমিশন প্রধান সাবেক বিচারক বিচারপতি শামীম হাসনাইন, কমিশন সদস্য শামীম আল মামুন, কাজী মাহফুজুল হক সুপণ, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মো. আব্দুল আলীম। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী আমলের তিনটি নির্বাচনই ছিল সুপরিকল্পিত ও সাজানো। তিনটি নির্বাচনকে প্রভাবিত করতে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়ে গিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম। কিন্তু, এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ে-মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজে রায় লিখে দিয়েছে, এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। পুরো রেকর্ড থাকা দরকার। নির্বাচন ডাকাতি যেন আর কখনও না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে।”

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন