1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইরানে চার দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সেবা চালুর বিষয়ে স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, এ ধরনের কাজে তিনি খুবই দক্ষ। তার পরিচিত খুব ভালো কোম্পানি আছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে ইরানে ইন্টারনেট পুনঃস্থাপনের বিষয়টি আলোচনায় আসতে পারে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইলন মাস্ক বা স্পেসএক্সের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধ থাকায় ইরান থেকে তথ্যপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২০২২ সালের পর দেশটির ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভের মধ্যেই এই ব্ল্যাকআউট জারি করা হয়।

রয়টার্সের সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ও মাস্কের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ফাটল অবস্থার মধ্যে রয়েছে। মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থ সহায়তা করার পর ফেডারেল সরকারের ব্যয় ব্যাপকভাবে কমানোর উদ্যোগে ভূমিকা রাখেন। তবে ট্রাম্পের বহুল আলোচিত কর বিলের বিরোধিতা করায় গত বছর তাদের মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা দেয়।

সাম্প্রতিক সময়ে আবারও তাদের সম্পর্ক উষ্ণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে দুজনকে একসঙ্গে নৈশভোজে দেখা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার টেক্সাসে স্পেসএক্সের একটি স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন