1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ইরানকে আবারও হুমকি ট্রাম্পের

সাংবাদিক
  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ইসলামি শাসক যদি সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে হস্তক্ষেপ করবে। যেখানে আঘাত করলে সবচেয়ে বেশি আঘাত লাগে সেখানেই আঘাত হানবে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এর অর্থ ইরানের মাটিতে সেনা পাঠানো নয়। শুক্রবার (৯ জানুয়ারি) ইসরায়েল ভিওিক অনলাইন সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে আছে। কয়েক সপ্তাহ আগেও যেসব শহরে এমন কিছু কল্পনা করা যেত না, সেখানে মানুষ নিয়ন্ত্রণ নিচ্ছে বলে মনে হচ্ছে। আমরা পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেছেন, আমি খুব জোরালোভাবে বলেছি যদি তারা অতীতে যেমন করেছে, তেমনভাবে মানুষ হত্যা শুরু করে, তাহলে আমরা জড়াবো। এর মানে ইরানের মাটিতে সেনা পাঠানো নয়, বরং এমন জায়গায় খুব জোরালো আঘাত, যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমরা চাই না এমনটা হোক। ইরানে যা ঘটছে, তা সত্যিই অবিশ্বাস্য। তারা খুব খারাপভাবে দেশ চালিয়েছে, জনগণের সঙ্গে দুর্ব্যবহার করেছে। যার মূল্য এখন তারা দিচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ দিন ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার একই ধরনের হুঁশিয়ারি দিয়ে আসছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন