আন্তর্জাতিক ডেস্ক//নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কুইন্সে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত একটি হামাসপন্থি বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসরায়েল ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েলকে মামদানির মুখপাত্রের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, আমি আগেই স্পষ্ট করেছি যে, কিউ গার্ডেনস হিলসে গত রাতে যে স্লোগান ও বিক্ষোভ হয়েছে তা আমি দেখেছি ও শুনেছি। তা ভুল এবং আমাদের শহরে এর কোনো জায়গা নেই।
মামদানি আরও বলেছেন, রাতের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ নিয়ে আমার টিম নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর সঙ্গে যোগাযোগ রেখেছে। শহরের নিরাপত্তা ও নাগরিক অধিকার আমার কাছে দুটিই সমানভাবে গুরুত্বপূর্ণ।