আন্তর্জাতিক ডেস্ক//ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ‘অপরাধমূলক হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দিয়াজ-কানেল ওয়াশিংটনের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, কিউবার তথাকথিত ‘শান্তির অঞ্চল’ আজ নিষ্ঠুর হামলার শিকার। মার্কিন এই পদক্ষেপ কেবল ভেনেজুয়েলার জনগণের ওপর নয়, বরং বৃহত্তর অর্থে ‘আমাদের আমেরিকার’ ওপর পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেওয়া এই বিবৃতিতে কিউবার প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
বিবৃতিটির শেষে তিনি কিউবার বিখ্যাত বিপ্লবী স্লোগান উল্লেখ করে লিখেছেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু, জয় আমাদের নিশ্চিত।’
উল্লেখ্য, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ কয়েকটি শহরে বড় আকারের হামলা চালানোর পর মাদুরোকে আটক করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে নিকোলাস মাদুরোর পাশাপাশি তার স্ত্রীকেও আটক করা হয়েছে।